মোঃ জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে,ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পাইলট বাজারে পশ্চিম পার্শ্বের মোঃ সবুজ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গত ২৯-০৪-২০২৫ ইং ১০.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পাইলট বাজারে পশ্চিম পার্শ্বের মোঃ সবুজ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ১। মোঃ বদিউল আলম বাদশা (৩৬), পিতা-মোঃ বজলু মিয়া, মাতা-মৃত কদবা বেগম, সাং-রামচন্দ্রপুর, কুমারবাড়ী, ৯নং ওয়ার্ড, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ শফিউল আলম শফি (৪৯), পিতা-মৃত আঃ আজিজ, মাতা-মৃত সামসুন্নাহার, সাং-লক্ষিপুর ৮নং ওয়ার্ড, মুন্সিরহাট ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্বয়কে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।